চৌদ্দগ্রাম পৌরসভা
চৌদ্দগ্রাম পৌরসভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সন্নিকটে চৌদ্দগ্রাম বাজার সংলগ্ন বিশ্ব রোডের পূর্ব পাশে অবস্থিত। এর উত্তরে হাড়িসর্দার বাজার, দক্ষিণে- আটগ্রাম, পশ্চিমে- পশ্চিম চাঁন্দিশকরা, পূর্বে- ভারত সীমান্তবর্তী গোমারবাড়ী ও রামরায়গ্রাম। ২০০৩ মারির ৩০শে এপ্রিল এ পৌরসভা গঠিত হয়। ২০১৪ সালে এ পৌরসভা ‘ক’ শ্রেণীতে উন্নীত হয়। এ পৌরসভায় একটি থানা, একটি সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স, একটি সরকারী কলেজ, ১৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানে আরও আছে নুরানি মাদ্রাসার সংখ্যা ০৭ টি হাফেজী মাদ্রাসার সংখ্যা ০৩ টি। এ ছাড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সংখ্যা ০১ টি, আলিম মাদ্রাসার সংখ্যা ০২ টি। এখানে ব্যবসা বান্ধব পরিবেশ থাকার কারণে ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের পশ্চিম পাশ জুড়ে অবস্থিত আছে একটি বিসিক শিল্প নগরী। এখানকার অধিকাংশ মানুষ সুশিতি, তারা ব্যবসা বাণিজ্য ও চাকুরির সাথে জড়িত। পৌরসভাধীন অধিকাংশ মানুষ প্রবাসে বসবাস করেন। পৌরসভার মোট জনসংখ্যা ৪২৯৯৫ জন। অবস্থানগত দিক থেকে চৌদ্দগাম পৌরসভা ভারতীয় সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মহান স্বাধীনতা যুদ্ধে এ এলাকার অনেক মানুষ ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে এসে দেশকে শত্রু মুক্ত করার জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।
ভৌগলিক উপাত্ত
[পতিক]আয়তনহান: বর্গ কিলোমিটার। পৌরসভা এহাত গ ঘরর ইউনিট আসে।
চৌদ্দাহান
[পতিক]মুঙেদে: ---
পিছেদে: ---
খায়েদে: ---
ঔয়াঙেদে: ---
জনসংখ্যার উপাত্ত
[পতিক]মোট জনসংখ্যা ৪২৯৯৫ জন
ৱার্ড বারো মহল্লা
[পতিক]পৌরসভা এহাত ৱার্ড: হান বারো মহল্লা: হান আসে