বাঘড়া ইউনিয়ন, শ্রীনগর

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াত্ত উইকিপিডিয়া

মডেল:ইউনিয়নের তথ্যাদি বাঘড়া ইউনিয়ন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার অন্তর্গত একটি ইউনিয়ন।

ভৌগলিক উপাত্ত[পতিক]

বাঘড়া ইউনিয়নের আয়তন- ১৯.৭৮(বর্গকিঃমিঃ)। গ্রামের সংখ্যা- ১৮টি।

মৌজার সংখ্যা- ৫টি(বর্তমানে ৩টি, বাকি ২টি নদী গর্ভে বিলিন হয়েগেছে)।

হাটবাজার সংখ্যা- ১টি।

অবস্থান[পতিক]

কালের স্বাক্ষী বহনকারী পদ্মা নদীর তীরে গড়ে উঠা শ্রীনগর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হল বাঘড়া ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধরর্মীয়অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জল।

শিক্ষা[পতিক]

শিক্ষারহার- ৪৮.৩৭%, ২:৫০.৮৫% ম: ৪৫.৯০%। সরকারি প্রাথমিক বিদ্যালয় - ০৭টি, বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি, উচ্চবিদ্যালয়- ১টি, মাদ্রাসা- ৫টি।

জনসংখ্যা উপাত্ত[পতিক]

বাঘড়া ইউনিয়নে লোকসংখ্যা ২০৩৫৩ জন (২০০১ মারির মানুলেহা অনুযায়ী)

পাসিতা[পতিক]

https://web.archive.org/web/20160815185515/http://bagraup.munshiganj.gov.bd/node/986243-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0