আতাকুরা:Ramshankar Maity
অবয়ব
এই কবিতা টি শিক্ষক-শিক্ষিকাদের প্রতি উৎস্বর্গ করলাম---------!!
কবিতার নাম-- "শিক্ষাগুরু"
---------রামশংকর মাইতি।
দেখো ওই নীল আকাশ তার নিচে ওই ছায়াতল,
বসে ওই মানবের মেলা,
তার-ই মাঝে হেথা সেথা ছায়া ঘেরা নির্জনতা,
মানুষ গড়ার যত কামার-শালা।
কাঁচা লোহা পুড়ে,গলে ইস্পাত গড়ে তোলে
শক্ত ভিত্তিতে হয় জাতির নির্মাণ,
কারিগর যিনি হন যাঁর হাতে নিয়ন্ত্রণ,
জাতির বিকাশে তাঁর একক অবদান।
কচি কাঁচা কিশলয় পর্ণে তার পরিচয়,
ছায়া দেয় তারা দলে দলে,
শত সহস্র কিশলয় কালে কালে বড়ো হয়,
তাঁর পবিত্র স্নেহ-ছায়া তলে।
তুলার সলতে দলে প্রদীপেতে তেল ঢেলে,
জ্ঞান-দীপ করেন প্রজ্বলন,
জ্ঞানের আলো টি জ্বেলে অজ্ঞানতা দুরে ঠেলে
চেতনার করেন স্ফুরণ ।
অশিক্ষার অন্ধকার অজ্ঞানতা কুসংস্কার,
মুক্তির শঙ্খ হাতে যিনি ভগীরথ,
জ্ঞানের গঙ্গা ঢেলে মলিনতা মুছে ফেলে,
আঁধারে দেখান তিনি আলোকিত পথ ।
দিশাহীন সমুদ্রে জাতির নাইয়া যিনি,
দিশাহীনে দেখান পথ,
তাঁর-ই হাত ধরে শুরু জ্ঞানের পথটি চলা,
তাঁর কাছে ঋণী এই জগত ।
যাঁর আদর্শে গড়ে জাতির চরিত্র, মেরুদণ্ড লৌহ দৃঢ় সম, তিনি শিক্ষাগুরু তিনি জগতের গুরু, তব পদে নমি নমো নমো।
তব পদে নিবেদন মানবের আচরণ, হয়েছে আজ মনুষত্য হীন, জ্ঞান-অগ্নী প্রজ্বলনে পশুত্বের আহুতি দানে, বেজে উঠুক ভালোবাসার বীন ।।
----------- রামশংকর মাইতি ।।