সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা
সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা
ইতিহাস
[পতিক]শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল লামাগাঁও নিবাসী দানবীর আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ পাকিস্তান আমলে সাতগাঁও অঞ্চলে ইসলামী শিক্ষার প্রসারের লক্ষ্যে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। সেই লক্ষ্যে ১৯৬৩ সালে তার সাতগাঁও বাজারের জমিতে সাতগাঁও সামাদিয়া মাদ্রাসা নামে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে সেটি দাখিল ও আলিম মাদ্রাসা হিসেবে রুপ লাভ করে।
- প্রতিষ্টাকাল-> ১৯৬৩ ইংরেজী
- ভুমিদাতা -> আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ
- ধরণ-> অর্ধ-সরকারি
- অধ্যক্ষ-> মোল্লা শাহিদ আহমদ
- ছাত্র/ছাত্রী-> ৬০০ জন
- ওয়েবসাইট->
-সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসাটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত. নিরিবিলি মনোরম পরিবেশে এই মাদ্রাসাটির অবস্থান.বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য এই মাদ্রাসায় ভর্তি হয়ে থাকে.জাতীয় পর্যায়েও মাদ্রাসাটি পুরষ্কার পেয়েছে.এই মাদ্রাসা থেকে অসংখ্য শিক্ষার্থী কৃতিত্বের সহিত আলিম পাশ করে উচ্চ-শিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে.আবার অনেকে স্নাতকোত্তর সমাপ্ত করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্টানে সম্মানজনক পদে চাকুরিরত.
- তথ্যসুত্র-